ফটো সাংবাদিক কাজলের মুক্তি

0

সিটি নিউজ ডেস্কঃ আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল মুক্তি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাজল। বাইরে অপেক্ষায় থাকা ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।

কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ  সাংবাদিকদের বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তারা কাজলকে মুক্তি দেন।  তার ছেলে মনোরম পলক বলেন, “বাবা বাসায় ফিরেছেন।  তবে শারীরিক অসুস্থ ও দুর্বল। এখন বিশ্রাম নিচ্ছেন।”

প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এক সময় দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করা কাজল ‘পক্ষকাল’ নামের একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করছিলেন। মামলা হওয়ার পরদিন ১০ মার্চ বকশিবাজারের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি।

পরদিন কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী চকবাজার থানায় গিয়ে একটি জিডি করেন। ১৮ মার্চ কাজলের সন্ধান চেয়ে চেয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন মনোরম পলক।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.