বঙ্গবন্ধুর ভাস্কর্য টার্গেট গভীর চক্রান্তের অংশঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজঃ যুবকন্ঠ মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কাছে সকল অপশক্তির ষড়যন্ত্র ধুলিসাৎ হয়ে যায়। বাঙালির আজন্ম সংগ্রামে অর্জিত ইতিহাসে একুশের চেতনায় ফেব্রুয়ারি মাস, স্বাধীনতার চেতনায় উত্তাল মার্চ মাস, বিজয়ের চেতনায় ডিসেম্বর মাসে কোন ষড়যন্ত্র সফল হয় না।

মৌলবাদী গোষ্ঠী চক্রান্তের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্য টার্গেট করেছিল। মহান বিজয়ের মাসে তারা চুপসে গেছে। তারা ৭১ এ পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে, ৭৫ এ বঙ্গবন্ধুর খুনীদের পক্ষাবলম্বন করেছে, সুযোগ পেলেই তারা ধর্ম ব্যবসা শুরু করে।

মহান বিজয় দিবস উপলক্ষে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মোহাম্মদ আব্দুল কাদের জাহেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইমরানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন, ২৯ যুবলীগের সভাপতি মো আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক মো শাহীন সরওয়ার,আশরাফুল গনি চৌধুরী,মো সাজ্জাদ হোসেন, মতিউর রহমান সৌরভ, নূরে আলমগীর চৌধুরী, সিটি কলেজ ভি পি রাজিব হাসান রাজন, আনাস আন্ন, সাইফুল ইসলাম।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান হায়দার, রমজান আলী, রিপন, মহানগর ছাত্রলীগ সহ সম্পাদক শুভ ঘোষ, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল কাদের মালেক, বাপ্পী, সাইফুল ইসলাম, ফাহিম শরিফ, নাঈম উদ্দিন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মাহবুবুল হক সুমন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ সমাপ্তির পথে,জেডিপিতে এশিয়ার জায়েন্ট দেশগুলোকে আমরা পেছনে ফেলেছি,বৈদেশীক মুদ্রার মজুদ সর্বোচ্চ পর্যায়ে বিদ্যমান,স্মরণাতীত অবকাঠামোগত উন্নয়ন চলছে।আমাদের এতসব অর্জন নষ্ট করে দিতে একটি মহল তৎপর।তরুণদের রুখে দিতে হবে সব ষড়যন্ত্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.