দিনমজুর ও শ্রমিকদের প্রকৃত বন্ধু ছিলেন মহিউদ্দীন চৌধুরী

চট্টগ্রামে শ্রমিক লীগের স্মরণ সভা অনুষ্ঠিত

0

সি টি নিউজ,চট্টগ্রাম : বীর প্রসবিনী চট্টলার মাটি ও মানুষের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সফল মেয়র চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রামে বসবাসকারী সকল স্তরের গরিব-দুঃখী-খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিক কর্মচারীদের প্রকৃত বন্ধু ছিলেন।  গত ৩০ ডিসেম্বর বিকাল ৫টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে শ্রমিক লীগ আয়োজিত কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক এড.মাহফুজুর রহমান খান, কালুরঘাট শিল্পাঞ্চল সভাপতি আলী আকবর, নাসিরাবাদ-জালালাবাদ শিল্পাঞ্চল সভাপতি আহসান উল্লাহ চৌধুরী হাসান, লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, মোঃ আলী, বাংলাদেশ ব্যাংক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চল সভাপতি সৈয়দুল আলম, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন ভূইয়া, অগ্রণী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক গাজী জসীম উদ্দীন, কৃষি ব্যাংক সভাপতি আকবর হোসেন, জনতা ব্যাংক কার্যকরী সভাপতি আবুল কাসেম, চট্টগ্রাম বন্দর সিবিএ সভাপতি নায়েবুল ইলমাল ফটিক, টিএনটি সাধারণ সম্পাদক ছাবের আহমদ, চট্টগ্রাম জেলা জিপিও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিবিএ সহ সভাপতি ইয়াছিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ঘাটগুদাম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিএসআরএম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ শিপার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের রকিবুল ইসলাম সাজ্জী, রেয়াজউদ্দীন বাজার কর্মচারী সমিতির সভাপতি এস.এম নুরুল আব্বাস, নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির আশীষ চৌধুরী, দর্জি শ্রমিক লীগের মাহবুব শিপন প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ক্রাফট ফেডারেশন বিয়ষক সম্পাদক বখতেয়ার উদ্দীন খান, কালুরঘাট অঞ্চলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন, নাসিরাবাদ অঞ্চলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বশর মাষ্টার চট্টগ্রাম অঞ্চল জনতা ব্যাংক সিবিএ সভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, পুবালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক কফিল উদ্দীন, ইস্টার্ন রিফাইনারি সিবিএ সাধারণ সম্পাদক নাঈমুল করিম, শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মারুফ, জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি সাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, পদ্মা অয়েল এমপ্লয়িজ ইউনিয়নের নব নির্বাচিত সিবিএ সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আইয়ুব, যমুনা অয়েল শ্রমিক লীগের ছগির আহম্মদ, বাংলাদেশ শিপার্স সিবিএ সভাপতি আরিফ হোসেন, চট্টগ্রাম অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি সত্যরঞ্জন, মোঃ জাফর, শিক্ষাবোর্ড সিবিএ নেতা মোঃ ফারুক, দর্জি শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, লবণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, ফারুক মোল্লা, নুরু মাঝি, ঘাটগুদামের যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মাঝি প্রমুখ।

পরে দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.