পাকিস্তানে কয়লা খনি শ্রমিকদের অপহরণের পর হত্যা করেছে আইএস

0

সিটি নিউৃজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাচ এলাকায় বন্দুকধারীরা বেশ কয়েকজন শিয়া সংখ্যালঘু মানুষ হত্যার শিকার হন। গতকাল রোববার (২ জানুয়ারি) এ ঘটনা ঘটে । পরে প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ মানুষ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। হামলার পরে প্রতিবাদের সময় লোকেরা টায়ার জ্বালিয়ে একটি মোটরওয়ে অবরোধ করে ইসলামিক স্টেট গ্রুপটি পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে। জঙ্গিরা গত শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করে।

ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে “অমানবিক সন্ত্রাসী তৎপরতা” বলে নিন্দা জানিয়েছেন। প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল। সশস্ত্র জঙ্গিরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

সূত্র:বিবিসি বাংলা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.