দল নয় ব্যক্তির গ্রহণযোগ্যতা প্রাধান্য পাচ্ছে

0

সি টি নিউজঃ চসিক নির্বাচনকে কেন্দ্র করে ৪১ টি ওয়ার্ডে এখন উৎসবের আমেজ থাকলেও কাউন্সিলর প্রার্থী স্বতন্ত্র ও বিএনপি সমর্থক প্রার্থীরা আছেন বেকায়দায়। কোন কোন ওয়ার্ডে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীরা নির্বাচনী অফিস খুলতে ভয় পাচ্ছেন। তবে তাদের গণসংযোগ চলছে। সাধারণ ভোটাররা বিগতদিনে উন্নয়নের রূপকার, এলাকার মানুষের সুখ দুঃখের অংশীদার হবেন এমন প্রার্থীকে কাউন্সিলর পদে ভোট দেবেন বলে জানিয়েছেন।

দল নয়, ব্যক্তির গ্রহণযোগ্যতা, আন্তরিকতা ও অতীতে এলাকার উন্নয়নে ভূমিকাকে প্রাধান্য দিচ্ছেন ভোটারগণ।  মইন্যাপাড়া হালিশহর এলাকা। এলাকার বাসিন্দা আমীন বলছেন, অতীতে এখানে উন্নয়ন হয়নি। পরিবর্তনের অঙ্গীকারে এবার ইলিয়াছ বাইকে ভোট দিব। হালিশহরের অন্য এলাকা ফইল্যাতলি হাটের কাঁচাবাজারের ব্যবসায়ী বললেন, “প্রার্থী ও লাইল্যা-বাইল্যা নিস্কর্মারা আাছে। ইথারা ন হইব। কাম দেখাইয়ে, দেখাইব, এইল্ল্যা প্রার্থীরে ভোট দিয়ম।”

ঝাউতলার জরিনা খাতুন বললেন, ‘কিয়া কন, দলবল কেথা ফুরেন। যে যোগ্য তারে ভোট দেওন ফরজ কাম।’

সি টি নিউজ/ জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.