আটকে আছে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা

চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ পদ শূণ্য

0

সিটি নিউজ ডেস্ক:  চাকরির মেয়াদ শেষ হওয়ার ১০ মাস ১৭ দিন আগে স্বেচ্ছায় গত ১৪ ডিসেম্বর নিজে থেকে অফিস আদেশ দিয়ে স্বেচ্ছায় অবসরে গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। গুরুত্বপূর্ণ এ পদে এখনো কাউকে নিয়োগ না দেওয়ায় প্রায় পৌনে এক মাস ধরে শূন্য রয়েছে। অধ্যক্ষ পদে নিয়োগ না হওয়ার কারণে একদিকে কলেজের প্রশাসনিক ও উন্নয়নকাজ যেমন থমকে আছে, আটকে আছে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাও।
খোঁজ নিয়ে জানা যায়, অবসরে যাওয়ার জন্য অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসানকে অনেকটা বাধ্য করা হয়। চমেক অধ্যক্ষের চেয়ারে শামীম হাসানকে দেখতে চায় না আওয়ামী লীগের একটি পক্ষ। এজন্য তার বিরুদ্ধে অহেতুক নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগও তোলা হচ্ছিল সা¤প্রতিক সময়ে। এসব রাজনৈতিক প্রতিহিংসা থেকে নিজেকে সরিয়ে নিতে ডা. শামীম হাসান স্বেচ্ছায় অবসরে গিয়েছেন। অধ্যাপক ডা.শামীম হাসানের অনুপস্থিতিতে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদকে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের চলতি দায়িত্ব দেয়া হলেও ব্যাংক হিসেবের দায়িত্ব দেয়া হয়নি বলে কলেজের কর্মকর্তারা জানান। যার কারণে গত ডিসেম্বর মাসের বেতন চলতি মাসের দশ দিন পেরিয়ে গেলেও বেতন হয়নি। এদিকে, নাম অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজের একাধিক শিক্ষক জানান, কলেজের প্রতি মাসের ১ তারিখ বেতন হলেও চলতি মাসে দশ তারিখ ফেরিয়ে গেলও বেতন হয়নি। কলেজের অনেক শিক্ষক প্রাইভেটে প্র্যাকটিস করে না। তারা কলেজের বেতনের উপর নির্ভর করে সংসার খরচ ব্যয় করে। তাদের অনেকটায় কষ্টের মধ্যে দিন অতিবাহিত হচ্ছে। এই রকম কোন সময় বেতন নিয়ে জটিলতায় পড়তে হয়নি। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন চমেকের কর্মকর্তারও। তারা জানান, বেতন নিয়ে মাসের শুরুতে সারা মাসের পরিকল্পণা করা হয়। কিন্তু মাসের শুরুতে বেতন না হওয়াতে ধার দেনা করেই কষ্টে চালাতে হচ্ছে সংসার। একাধিক কর্মচারী প্রতিদিনের সংবাদকে বলেন, করোনার এ সময়ে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কলেজের কাজ করে যাচ্ছি। এমনিতেই আমাদের বেতন কম। এ বেতন দিয়েই পরিবার পরিজন চলে। কিন্তু মাস শেষ হলেও আমরা আমাদের বেতন পাচ্ছি না। এর মধ্যে বেতন না পাওয়ায় মানবেতর দিন যাপন করতে হচ্ছে পরিবার নিয়ে। কলেজের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের বেতন হয়নি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ জানান, গত নভেম্বর মাসের বেতন হয়ছে। গত ডিসেম্বর মাসের বেতন এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে সব বেতনের বিষয়ে সব পদেক্ষেপ নেয়া হচ্ছে। কি কারণে বেতন হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রশাসনিক সমস্যার কারণে বেতন হয়নি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে বেতন হয়ে যাবে।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.