যানবাহন চলাচল নিয়ে ধুম্রজাল

0

সিটি নিউজঃ চসিক নির্বাচনকে কেন্দ্র করে আজ (২৫ জানুয়ারী) সন্ধ্যার পর নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। পুলিশের গাড়ী রিকুইজিশন এর ভয়ে গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় মানুষ পড়েছে ভোগান্তিতে। ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস, পিক আপ বেশীরভাগ পুলিশের বিকুইজিশন করায় রাস্তায় হ্রাস পায় যানবাহন।

এছাড়া যানবাহন চলাচলে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা কাটছেনা। অতীতে নির্বাচনে অফিস, আদালতে সাধারণ ছুটি থাকলেও এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ছুটি থাকছেনা।

প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, সীমিত আকারে গণপরিবহন চলাচল করবে। মোটরসাইকেল ও ট্রাক কাভার্ডভ্যান চলাচল করবেনা।

সাধারণ ছুটি না থাকায় মানুষ নগরীতে চলাচল ও কর্মজীবি মানুষ কর্মস্থল যেতে পড়বে ভোগান্তিতে। কলকারখানার শ্রমিক কর্মস্থলে না গিয়ে বা কর্মস্থল থেকে ভোটকেন্দ্রে কিভাবে যাবেন যানবাহন শূণ্য যা গণপরিবহন সংকট মানুষের ভোগান্তির কারণ হবে। এই বিষয়টি নির্বাচন কমিশনের মাথায় নেই কেন-এমন প্রশ্ন সাধারণ মানুষের কাছে ঘুরপাক খাচ্ছে।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.