এইল্লা চলিব’দেঃ প্রশাসন আঁরার

0

সিটি নিউজঃ চসিক নির্বাচন নিয়ে যে আতংক ও উদ্বেগ ছিল তাই বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ৭৩৫ টি কেন্দ্রের মধ্যে প্রায় কেন্দ্রে হয়েছে গোলযোগ।

দক্ষিণ আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ড, ২৮ নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখা গেছে সকাল দশটার পর কেন্দ্রের দখল নিয়েছে সরকার দলীয় সমর্থিত কাউন্সিলরের লোকজন। পাড়া মহল্লায় নারী ভোটারদের অনেকেই ভোট কেন্দ্রে যেতে চাইলে তাদেরকে বাঁধা দেওয়া হয়।

আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। সাধারণ মানুষ, এই জবরদস্তী, দখলবাজীর ভোটকে তামাশা বলে মন্তব্য করেছেন।

২৮ নং ওয়ার্ডের মোগলটুলীতে একজন ভোটার বললেন, বাহাদুরের লোকজন কাদেরের এজেন্টকে বের করে দিয়েছে ৪টি কেন্দ্রে। খুনাখুনি, হানাহানি, ভাংচুর, সংঘর্ষ, হামলা, অস্ত্রবাজি ও কেন্দ্র দখল নিয়ে একতরফা ভোট প্রদান করা অভিযোগ আওয়ামলী লীগ সমর্থিত প্রায় কাউন্সিলরদের বিরুদ্ধে।

২৮ নং ওয়ার্ডে সকালে কমার্স কলেজ কেন্দ্র থেকে বের হয়ে এক কর্মী বললেন, “এইল্লা চলিব’দে। প্রশাসন আছে, চিন্তার কারণ নাই।
সিটি নিউজ/.জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.