ভাইরাল হওয়া মোরশেদ আক্তারের ভিডিও বার্তায় গুরুতর অভিযোগ

0

সিটি নিউজঃ ১০ নং দক্ষিন কাট্টলী এলাকার সদ্য সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী বেলা বারোটায় একটি ভিডিও বার্তায় বলেছেন, তার এলাকার প্রত্যেকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তার উপর হামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া উক্ত ভিডিও বার্তায় তিনি এলাকার ভোটারদের কেন্দ্রে না যাবার অনুরোধ জানান।

তিনি বলেন, ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারছেন না। সেখানে বহিরাগত লোকজন রয়েছে। তারাই ভোট মেরে দিচ্ছেন। তার মতে, নির্বাচন কমিশন প্রহসনের নাটক মঞ্চস্থ করেছেন। উক্ত ভিডিও বার্তায় তিনি, দুইজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন’। মোরশেদ আক্তার চৌধুরীর মতে, ’টাকা দিতে না পারায় তার প্রতি এ ব্যবহার করা হচ্ছে’।

তিনি বলেন, ’৯০ এর গন আন্দোলনে ভুমিকা রেখেছি, ৯৬ এর ১৫ ফেব্রুয়ারীর প্রহসনমুলক নির্বাচন প্রতিহত করতে রাজপথে ছিলাম। ছাত্র রাজনীতি করে জেল জুলুম হয়রানী সহ্য করেছি। এর প্রতিদান যা পেয়েছি তার বিচার আল্লাহর দরবারে দিলাম। তার এই ভিডিও বার্তায়,’ তিনি দুই নির্বাচন কর্মকর্তা ছাড়াও জনৈক সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন’।

প্রসঙ্গত: সদ্য সাবেক এই কাউন্সিলর ওই ওয়ার্ডে এবার স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ছিলেন।

সিটি নিউজ/জিএসটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.