চট্টগ্রাম বিভাগে দুদকের গণশুনানি

0

সিটিনিউজবিডি : অনিয়ম-দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ শুনতে চট্টগ্রাম বিভাগে গণশুনানি কার্যক্রম শুরু করেছে দুদক। প্রথম দফায় বুধবার (১৪ অক্টোবর) কক্সবাজারের চকরিয়ায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়ায় বিজয় মঞ্চে দিনভর অনুষ্ঠিত এ গণশুনানিতে সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন অভিযোগ শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড.নাসিরউদ্দিন আহমেদ।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজিজ আহমেদ ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিভাগে আমরা গণশুনানি শুরু করেছি। চকরিয়ায় হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বিভ‍াগের প্রত্যেক জেলা-উপজেলায় গণশুনানি হবে।

বুধবার চকরিয়ায় গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো.ইলিয়াছ, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন।

গণশুনানিতে জনপ্রতিনিধি ও সাধরণ মানুষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় শ’খানেক অভিযোগ তুলে ধরে প্রতিকার চান। চকরিয়ার এক ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, সাবরেজিস্ট্রার টাকা ছাড়া কোন কাজ করেন না। তিনি অভিযোগের সপক্ষে দুদকের কমিশনারের কাছে ক্যাসেট জমা দেন বলে সূত্র জানিয়েছে।

এসময় কমিশন‍ার ড.নাসিরউদ্দিন আহমেদ বলেন, গণশুনানির মাধ্যমে দুদক সাধারণ মানুষের অভিযোগ, হয়রানির কথা সরাসরি শুনবে। এতে দুর্নীতি প্রতিরোধে সুফল মিলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.