জননিরাপত্তা-কল্যাণ নিশ্চিতে বিমানবাহিনীকে রাষ্ট্রপতির নির্দেশ

0

সিটি নিউজ ডেস্ক: সমরে শান্তিতে সন্ধানী দৃষ্টিতে’ স্লোগান নিয়ে যাত্রা করল বরিশাল র‌্যাডার ইউনিট। বঙ্গভবন থেকে বিমানবাহিনীর নতুন র‌্যাডার উদ্বোধন করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, র‌্যাডার স্থাপনের মাধ্যমে দেশের আকাশসীমার নিরাপত্তায় আরও একধাপ এগুলো বিমানবাহিনী।

সমুদ্রসীমার আকাশ প্রতিরক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ, জাতীয় স্বার্থ রক্ষাসহ আকাশসীমা পর্যবেক্ষণ ব্যবস্থা দক্ষিণাঞ্চলে এতদিন ছিল অপ্রতুল। নতুন এ র‌্যাডার ইউনিট উদ্বোধনের ফলে সে শূন্যতা এবার পূরণ হল।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল সদরের রহমতপুরে স্থাপিত নতুন র‌্যাডার ইউনিট উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার জন্য বর্তমান সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা ও নীতির আলোকে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল্ড ২০৩০, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় দেশের সেবা এবং জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে একনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) সদস্যদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, এ দেশের সন্তান হিসেবে, আপনারাও দেশের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার সমান অংশীদার। তাই পেশাদারিত্বের নিপুণতা বজায় রাখার পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে আপনাদের কাজ করতে হবে।

ইতালির সরবরাহ করা rat 31 dl একটি সলিড স্টেট কম্পিউটারাইজড র‌্যাডার। যা নিজ আকাশসীমার অভ্যন্তরে যে কোনো আবহাওয়ায় উড়ন্ত বস্তু সনাক্তে সক্ষম।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বিকেলে বঙ্গভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন। বরিশালে বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রপতির পক্ষে চিফ অব এয়ার স্টাফ চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের ফলক উন্মোচন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.