গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

0

সিটি নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা হয় দেরিতে, যার কারণে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও কয়েক মাস পিছিয়ে গেছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা হয় দেরিতে, যার কারণে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও কয়েক মাস পিছিয়ে গেছে।

বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে।বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের এক ভার্চুয়াল সভায় এসব তারিখ নির্ধারিত হয়। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম জানান, আগামী ২১, ২২, ২৭ ও ২৮ মে এবং ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে, ২০ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে। আর রুয়েট, চুয়েট ও কুয়েট গুচ্ছ পদ্ধতিতে ১২ জুন ভর্তি পরীক্ষা নেবে। গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৯ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ ও ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

গুচ্ছ পদ্ধতিতে আগামী ২৯ মে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ থেকে ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষা হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।

মেডিকেল কলেজগুলোর এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ২ এপ্রিল, আর ডেন্টালের পরীক্ষা হবে ৩০ এপ্রিল। তবে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি। অধ্যাপক রফিকুল আলম বলেন, “উপাচার্যরা আলোচনার মাধ্যমে এসব তারিখ নির্ধারণ করেছেন। পরীক্ষার নিয়ম-কানুন ও সার্বিক দিক নির্দেশনা স্ব স্ব বিশ্ববিদ্যালয় বা যারা গুচ্ছ পদ্ধতি পরিচালনা করছেন, তারা তা নির্ধারণ করবেন।”

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.