ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

শিক্ষাঙ্গণ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ (GA) ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১,১৭০ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ সব ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.