জিয়ার খেতাব বাতিলে সুপারিশ করা হয়েছেঃ মুক্তিযুদ্ধ মন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে করে মন্ত্রব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,।তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমান যে খুনি, তা প্রমাণ করে অনেকেই অনেক তথ্য দিয়েছেন। তবে আমরা একটি কমিটি করে দিয়েছি। দুই মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট পাওয়ার পর আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খেতাব বাতিল করিনি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, তদন্ত কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.