চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৮৩ জনের

0

সিটি নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের। যা গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৫৯ জন এবং উপজেলায় ২৪ জন।

এদিকে করোনার সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা। স্বাস্থ্যবিধি মেনে চলতে ১৫ মার্চ জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.