আফগানিস্তানে তালেবান জঙ্গীদের সাথে সংঘর্ষে নিহত ৩৬

0

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবান জঙ্গীদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও ৩১ তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছে। দেশটির স্থানীয় একটি স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানিয়েছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রিডাকশন ইন ভায়োলেন্স বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আমাদের পর্যবেক্ষণ দল আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের এক সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার খবর পেয়েছে। এদের মধ্যে ৩৫ জনই তালেবানের সদস্য।

গ্রুপটি জানায়, উল্লেখিত সময়ে ৩১ তালেবান যোদ্ধা ও সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছে। তারা আরও জানায়, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে চারটিতে এসব সহিংস ঘটনা ঘটে।

ওই দিন দেওয়া আফগান প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে পৃথক এক ঘটনায় সাত তালেবান যোদ্ধাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।

গত শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জাজি আরিওব জেলায় জঙ্গি নির্মূল অভিযান চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ সময় পার্বত্য এ অঞ্চলের ওই জেলার বিভিন্ন এলাকা তালেবানের হাত থেকে মুক্ত করা হয়।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.