রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতের ঘোষণা দিলেন জান্তাবিরোধীদের নেতা সাসা

0

সিটি নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে এবার রাখাইনে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন জান্তাবিরোধী দলগুলোর এক নেতা। এদিকে গণতন্ত্রপন্থিদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখেই ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে অঙ্গীকারবদ্ধ নয়াদিল্লি।

মিয়ানমারের জান্তাবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তাতে অনেকটাই বোধোদয় হচ্ছে দেশটির সাধারণ মানুষের। ২০১৭ সালে রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্তমান সময়ের আরো বর্বর ও নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গা নারীদের ধর্ষণের পাশাপাশি পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

এত দিন এ বিষয়ে দেশটির সাধারণ মানুষ নিশ্চুপ থাকলেও জান্তা সরকারের ব্যাপক নির্যাতনের মুখে রাখাইনের নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায়বিচার পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গঠিত বেসামরিক দলগুলোর জোটের নেতা ডা. সাসা।

আত্মগোপনে থাকা সাসা ফেসবুকের একটি পোস্টে বলেন, রোহিঙ্গারাও সেনাবাহিনীর চরম নিপীড়নের শিকার হয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর জেনারেলদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

এর আগে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতে সেনাবাহিনীর পক্ষে সাফাই গান ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। বর্তমানে তিনিও সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছেন।

এদিকে জান্তা সরকারের দমন-পীড়নের মুখে ভারতের মিজোরাম সীমান্তে অনেকেই ভিড় করছেন। তবে সহিংস পরিস্থিতির মধ্যেই রাজ্যটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কথা জানিয়েছে মিজোরাম সরকার ও নয়াদিল্লি। সূত্র বিবিসি-রয়টার্স।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.