মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

0

সিটি নিউজঃ বিআরটিএ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোটরসাইকেলে রাইড শেয়ারিং তথা যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয় করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না।

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

চলতি বছরের মার্চ থেকে আবারো করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিবহন খাত থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

গণপরিবহনের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা ও প্রয়োজনে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.