গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার খাদ্যসামগ্রী বিতরণ

0

সিটি নিউজ ডেস্ক : দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরতুলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান (ম.) এর নির্দেশনায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে ১১ এপ্রিল রবিবার সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪র্থ বারের মত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার সভাপতি রেজাউল করিম কোম্পানি, উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর, সাবেক সভাপতি ব্যাংকার জাহেদুল আলম আসিফ, প্রবাসী সিনিয়র সদস্য দিদার ইমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাব্বির, মৌলানা ইকবাল হোসেন, শায়ের সৈয়দ জিয়াউদ্দিন, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ জয়নাল, মুহাম্মদ জাহেদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ধনী-গরিব বলে কোনো বিশেষ শ্রেণির আলাদা মর্যাদা নেই। বরং যারা গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, করোনা মহামারীর প্রকোপ আবারো দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়াছে। এ কঠিন সময়ে জাতিকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। সরকারের পাশাপাশি আবারো বেসরকারী উদ্যোগেও করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের সচেতন মহল এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত বছর করোনাকালীন সময়ে এলাকার মসজিদ ও মন্দিরে একাধীকবার সচেতনমূলক লিফলেট, মাস্ক, লিকুইড হ্যান্ড স্যানিটাইজার, টিস্যুবক্স, সাবান বিতরণের পাশাপাশি এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.