রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৬ হাজার পুলিশ

0

সিটিনিউজবিডি : দুর্গোৎসবের নিরাপত্তায় রাজধানীতে ৬ হাজার ৮৬৩ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া আশুরার দিন দায়িত্ব পালন করবেন আড়াই হাজার পুলিশ সদস্য।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার দুপুরে দুর্গাপূজা ও আশুরায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ সব কথা জানান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে ২২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এ সব পূর্জামণ্ডপে আগতদের নিরাপত্তা দিতে আমাদের ৬ হাজার ৮৬৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপ কেন্দ্রিক পৃথক পৃথক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বিশেষায়িত টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ভিডিও স্টল ক্যামেরা টিম, সুইপিং, ডগ স্কোয়াড ও গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’
সোমবার থেকে দু্র্গোৎসব শুরু হয়ে শুক্রবার বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এদিকে, দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিন শনিবার পবিত্র আশুরা উদযাপিত হবে। ওই দিন রাজধানীবাসীর এই উৎসব পালনে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘আগামী ২৪ অক্টোবর পবিত্র আশুরা অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয়। পুলিশ তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মিছিলের আগে-পরে ও আশপাশে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হবে। এ ছাড়া সড়কে আশুরার শোভাযাত্রা বের করায় যেন যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্যও পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.