পুষ্টি সপ্তাহে চট্টগ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণ 

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে করোনা পরিস্থিতিতে সভা ও র‌্যালীর পরিবর্তে গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর দুস্থদের মাঝে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। খাবার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা, সেমাই, চিনি, চিড়া, সোয়াবিন তেল, পিঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লাইফবয় সাবান ও গুড়ো সাবান। এসময় বিভাগীয় পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমরুল আযাদসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’।

খাবার বিতরণ অনুষ্টানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবসময় মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধূয়ে নিয়ে অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলাসহ শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.