সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

0

সিটি নিউজ: সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। পাশাপাশি রোজিনা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সাংবাদিক নেতারা। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী সাংবাদিকবান্ধব। তাদের গণমাধ্যমবান্ধব ভূমিকাকে বিতর্কিত করার জন্য এই ঘটনা ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে বলে মনে করি। আমরা রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি চাই। গতকাল যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত চাই আমরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা অপরাধ করেছে তাদের বিরদ্ধে সরকার ব্যবস্থা নেবে, এটাই চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দাবি।

 সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস এসময় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, একজন সাংবাদিককে হেনস্থা, শারীরিকভাবে নির্যাতন সারাদেশের সাংবাদিকদের জন্য হুমকি। অবিলম্বে রোজিনার হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এসময় রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

ম.শামসুল ইসলাম বলেন, আজকের সমাবেশ সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার সমাবেশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা আক্তার যেভাবে হেনস্তা হয়েছে তা খুব দুংখজনক। সচিবালয়ে রোজিনাকে হেনস্তার মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে। সবাইকে একতাবদ্ধ হয়ে ভবিষ্যৎ সকল আন্দোলনে এক হওয়ার আহবান জানান তিনি।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.