সাবেক কাউন্সিলর লায়ন নূর মোহাম্মদ আর নেই

0

নিজস্ব প্রতিবেদক: ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের দু’দুবার নির্বাচিত কাউন্সিলর, টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রবীণ সদস্য, টেরীবাজারস্থ নূর মার্কেট, দিলারা ম্যানশন ও আনোয়ারা ম্যানশনের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আলহাজ্ব নূর মোহাম্মদ গত ১৭ মে, সোমবার দিবাগত রাত ১২:১৫ মিঃ স্থানীয় একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে বারটায় টেরীবাজার এলাকায় ১ম নামাজে জানাজা এবং বাদে জোহর বদর আউলিয়া মাজার প্রাঙ্গণে ২য় নামাজে জানাজাশেষে তাঁকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

বিভিন্ন মহলের শোকঃ

সাবেক কাউন্সিলর আলহাজ্ব নূর মোহাম্মদ সাহেবের মৃত্যুতে টেরীবাজারসহ চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ডিস্ট্রিক গভর্ণর, দৈনিক ‘আজাদী’ সম্পাদক লায়ন এমএ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন ডিস্ট্রিক গভর্ণর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য, গভর্ণর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ, লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট আবদুর রব শাহীন, সেক্রেটারি লায়ন বিকে লালা, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক, সিনিয়র সহ সভাপতি লায়ন আলহাজ্ব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, চিটাগাং চেম্বার এন্ড কমার্সের প্রেসিডেন্ট মাহাবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রেসিডেন্ট আলহাজ্ব পেয়ার মোহাম্মদ ও এডভোকেট মোছাহেবউদ্দিন বকতেয়ার, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড শাখাসহ অনেকেই।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.