বিপন্ন পরিবেশ পুনরুদ্ধারে বৃক্ষরোপনের প্রসার ঘটাতে হবে

এসডিজি ইয়ুথ ফোরাম’র অনুষ্ঠানে এম.এ সালাম

0

সিটি নিউজ ডেস্ক : বিপন্ন পরিবেশ পুনরুদ্ধারে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশের ভারসাম্যতা অক্ষুন্ন রেখে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন জরুরী। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়ির আশপাশ, উপকূল, প্রান্তিক জনপদ, গ্রাম-শহর নির্বিশেষে সর্বত্র বৃক্ষের চারা রোপন ও পরিচর্যা নিশ্চিত করতে হবে।

এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে অদ্য ২৬ জুন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং নগরীর প্রান্তিক পর্যায়ে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু সংলগ্ন নার্সারি প্রাঙ্গনে এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার, তরুণ উদ্যোক্তা লায়ন এম.এ হোসেন বাদল, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, সমাজকর্মী নেছার আহমেদ খান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪ এর জোন চেয়ারপার্সন লায়ন এম.এ মন্নান, পপুলার জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি এম.এ জলিল, আর এম এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, রোটারিয়ান জিল্লুর রহমান শাকিল, স্বেচ্ছায় রক্তদাতাদের সামাজিক সংগঠন ‘কল্যাণ’র পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন, ব্যাংকার আবদুল্লাহ আল মুমিন, ছাত্রনেতা রাগীব আহসান মুন্না, রোটারেক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল’র সাধারণ সম্পাদক নমিউল হক তোফাইল, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

প্রদীপ দাশ বলেন, মানব সভ্যতার অস্তিত্ব বজায় রাখতে পরিবেশ-প্রকৃতির সুস্থতা অপরিহার্য। চতুর্দিকে সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপন প্রক্রিয়াকে সামাজিক আন্দোলনে রূপদান করতে হবে।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও সংরক্ষণ এর বিকল্প নেই। বৃক্ষ নিধন রোধের পাশাপাশি দেশে বনায়ন সংরক্ষণের উপর গুরুত্বারোপ সময়ের দাবি।
নোমান উল্লাহ বাহার বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়িত দেশে পরিণত হচ্ছে। কৃষি জমি হ্রাস পাচ্ছে। অপরিকল্পিত নগরায়নের ফলশ্রুতিতে যেভাবে বৃক্ষ কর্তন করা হচ্ছে, তাতে বাসযোগ্যতা হারিয়ে ফেলছে নগরগুলো। গ্রামগঞ্জে পর্যাপ্ত বৃক্ষরোপনের পাশাপাশি নগরেও বৃক্ষরোপনের পরিধি বিস্তৃত রাখা জরুরী।

উল্লেখ্য, এসডিজি ইয়ুথ ফোরাম এবছরও চট্টগ্রামের প্রতি উপজেলা, নগর প্রান্তিক অঞ্চলে প্রায় ৫০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অব্যাহত রেখেছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.