সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা এলাকায় নির্মল দাশ (৫০) এবং দুপুর ১২টায় ঘোড়ামরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি (৩৮) ঘটনাস্থলে নিহত হন।

নিহত নির্মল দাশের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলকার মুহুরী পাড়া গ্রামে এবং নিহত মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি মিরসরাই থানার বড়তাকিয়া বাজারের মুকবুল আহম্মদ সওদাগর বাড়ীর গোলাম চন্দানির পুত্র। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করেছে।

জানা যায়, কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্টোল পাম্প নামক এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় পথচারী নির্মল দাশকে চট্টগ্রামমূখী একটি বিটুমিন বহনকারী গাড়ি থাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপরদিকে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্টোল পাম্প থেকে তৈল নিয়ে বের হওয়ার সময় চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি নিহত হন।

এব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আমরা লাশ দুইটি উদ্ধার থানায় নিয়ে আসি। গাড়ি দুইটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.