চট্টগ্রাম নগরীতে রোগীদের জন্য ফ্রি ২২টি সিএনজি অটোরিক্সা উদ্বোধন করলেন সিভিল সার্জন

0

সিটি নিউজ : করোনাকালীন সময়ে শুধুমাত্র রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলমের উদ্যোগে ফ্রি যাত্রী সেবার জন্য (২৪ ঘন্টা) মোট ২২টি সিএনজি অটোরিক্সা উদ্বোধন করা হয়েছে।

আজ ১ জুলাই  (বৃহস্পতিবার) বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এসব সিএনজি অটো রিক্সার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক এক সপ্তাহের জন্য (১-৭ জুলাই) কঠোর লকডাউন ঘোষনা দিয়ে সকল যান্ত্রিক গণপরিবহন বন্ধ ঘোষনা করেছেন। এসময়ে রোগী সাধারণ হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে যেতে চাইলে পরিবহন সংকটে পড়বে। এ মানবিক বিষয় বিবেচনায় এনে জাতির দুঃসময়ে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম মানবতার সেবায় এগিয়ে এসেছেন।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.