সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধু নিহত

0

চট্টগ্রাম অফিস  :     সিএনজি চালিত অটোরিক্সা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আনজুমানারা আক্তার (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন নগরীর চাঁন্দগাও থানার কাপ্তাই রাস্তার মাথার মেসকাত চৌধুরী ঘাটা এলাকায় । এই ঘটনায় গুরুতর আহত আরেকজন আবুল হাশেম (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত আনজুমানারা পটিয়া উপজেলার পূর্ব রতনপুর গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।
চাঁন্দগাও থানার ওসি শাইরুল ইসলাম বলেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিক্সা যাত্রী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে গৃহবধু আনজুমানারা’র মৃত্যু হয়। আহত আবুল হাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টমটমটি আটক করে থানায় আনা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.