জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে, সিআরবি বাঁচান-সাংবাদিক নাসিরুদ্দিন

0

সিটি নিউজ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী সিআরবি রক্ষায় বলেন, প্রাণভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে না পারার কষ্ট উপলব্ধি করেছি। রোগে ভুগে আমি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে আমার জীবনের মতো সিআরবিও মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হবে।

শনিবার (৩১ জুলাই) সকাল ১১টায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি সিআরবি শিরীষ গাছের নিচে এসব বলেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান রোগে ভুগছেন সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে সিআরবি রক্ষায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়ে তিনি সেখানে অবস্থান ধর্মঘটের ডাক দেন।

সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী আক্ষেপ করে বলেন, চট্টগ্রাম মৃত্যুশয্যায়। সিআরবি চট্টগ্রামের ফুসফুস। ভয়াবহ দূষণের শিকার চট্টগ্রাম। এ দূষণের হাত থেকে বাঁচার জন্য একটু অক্সিজেন পাওয়ার আশায় চট্টগ্রামের মানুষ সিআরবিতে আসে। সিআরবি পাহাড়ে শত শত বছরের শিরীষগাছগুলো এক একটি অক্সিজেন তৈরির কারখানা। সিআরবিতে হাসপাতাল হলে সেই অক্সিজেন কারখানা ধ্বংস হয়ে যাবে, চট্টগ্রামের মানুষও মৃত্যুমুখে পতিত হবে। প্রিয় চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান সিআরবিকে রক্ষা করে আপনার প্রিয় শহরকে বাঁচান।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.