চলতি বছরে ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করবে চসিক

0

চট্টগ্রাম অফিস  :     চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক)১৯৯৫ সালে তৈরি মাস্টারপ্ল্যানের পুনর্মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভার সভাপতির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন –  চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চলতি অর্থবছরে ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করবে । ইতিমধ্যে ১০০ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন,  চট্টগ্রামকে স্মার্ট সিটি, মেগাসিটি, ক্লিন ও গ্রীন সিটিতে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর স্বার্থে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ইতিমধ্যে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান বিনাসুদে নগরীকে ওয়াইফাই, আইপি ক্যামেরা এবং এলইডি কম্বাইন্ড পুল ব্যবহারের মাধ্যমে স্মার্ট সিটি করার প্রস্তাব দিয়েছে।

বুধবার দুপুরে চসিকের কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহমদ, চউকের সচিব তাহেরা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.