চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত  ৪৯৮, ৫ জনের মৃত্যু,

0

সিটি নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৪৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, শনিবার করোনায় মারা গিয়েছিলেন ৫ জন ও ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৭৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৬৪ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে- লোহাগড়া ২৪, সাতকানিয়ায় ৩০, বাঁশখালীতে ৪, আনোয়ারায় ১৩, পটিয়ায় ১০, বোয়ালখালীতে ৩, রাঙ্গুনিয়া ৩১, রাউজানে ৫০, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ৩৬, সীতাকুণ্ডে ৯ ও  মিরসরাইয়ে ৭ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮৪৮ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৯ হাজার ৬১২ জন। বাকি ২৫ হাজার ২৩৬ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৭৪ জন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.