নুর আহমদ চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী’র আলোচনা সভায় সিটি মেয়র

0

চট্টগ্রাম অফিস  :        চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, উপমহাদেশে প্রথম অবৈতনিক শিক্ষার প্রবর্তন করেন নুর আহমদ। তাকে অনুসরন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছর ৭০ হাজার শিক্ষার্থী’র জন্য পড়া-লেখার সুযোগ সৃষ্টি করেছে। মেয়র বলেন, আলোকিত মানুষ ছাড়া সমাজকে আলোকিত করার অন্য কোন পথ নেই। সে লক্ষে সিটি কর্পোরেশন সু-শিক্ষা ও নীতিবান মানুষ গড়ার প্রত্যয়ে বছরে প্রায় ৩৫ কোটি টাকার ভর্তুকি দিয়ে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেয়র নুর আহমদের জীবন রচিত বর্তমান শিক্ষার্থীদের অনুধাবন, অনুসরন ও অনুকরন করে নিজেদের জীবন গড়ার আহবান জানান।

চট্টগ্রাম পৌরসভার একটানা ৩২ বছরের চেয়ারম্যান উপমহাদেশের প্রথম অবৈতনিক শিক্ষার প্রবর্তক পার্লামেন্টারিয়ান নুর আহমদ চেয়ারম্যানের ৫১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর ২০১৫ খ্রি. সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, আলোচনা করেন কলামিষ্ট সাখাওয়াত হোসেন মজনু ও মরহুম নুর আহমদের নাতি অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন কলামিষ্ট মো. আবু তালেব বেলাল,অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, অনুষ্ঠানে কাউন্সিলর সাইদে গোলাম হায়দার মিন্টু,তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব,এইচ এম সোহেল, হাজী নুরুল হক, আবিদা আজাদ সহ মরহুম নুর আহমদের পরিবারের সদস্য হুমায়ুন রশিদ আলমগীর, এডভোকেট এস এম নাসির উদ্দন আল মামুন, মোহাম্মদ আবদুস শুক্কুর, হারুনুর রশিদ, এডভোকেট রাবেয়া ফেরদৌসী সহ অন্যরা।

স্মরন সভার প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী মরহুম নুর আহমদ চেয়ারম্যানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ব্রিটিশ শাসন আমলে মুসলিম সমাজে শিক্ষায় তেমন আগ্রহ ছিলনা । মরহুম নুর আহম্মদ অবৈতনিক শিক্ষা চালু করেন। তিনি বলেন, চট্টগ্রাম সব সময়ই এগিয়ে থাকে।এ বিষয়ে ইফতেখার উদ্দিন বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সূর্যসেন, ভাষা আন্দোলনে মাহাবুবুল হক চৌধুরী’র প্রথম কবিতার কথা তুলে ধরে বলেন, অধিকার ও স্বাধিকার সহ সকল ক্ষেত্রে চট্টগ্রামের অগ্রণী ভূমিকা রয়েছে।

তিনি কৃতি পুরুষ মরহুম নুর আহমদের জীবন চরিত্র অনুসরনের আহবান জানান। মরহুম নুর আহমদ চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর সকালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মরহুমের কবর জেয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় স্থানীয় কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদবিপ্লব মরহুমের পরিবারের সদস্যবর্গ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.