সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ

0

সিটি নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনার বাংলা ট্রেনের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার বারৈয়াঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয় নি। এ ঘটনায় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত। তিনি বলেন, ‘পিকআপটি রেললাইনে উঠে আসায় এই দুর্ঘটনা ঘটে। ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’

উল্লেখ্য, গত শনিবারও দিবাগত রাত ২টায় কুমিল্লায় মহানগর এক্সপ্রেস ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.