বাংলাদেশী প্রবাসীদের ইতালি প্রবেশে কোনো বাধা নেই

0

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ চার মাস পর ইতালি প্রবেশে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ৩১ আগস্ট (মঙ্গলবার) থেকে চালু হচ্ছে বিমান যোগাযোগও। ফলে ছুটিতে বাংলাদেশে এসে আটকেপড়া কয়েক হাজার প্রবাসীর জন্য ইতালি প্রবেশে কোনো বাধা রইলো না।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত ২ মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সংগে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছিলো ইতালি। সবশেষ নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩০ আগস্ট পর্যন্ত স্থগিতের সময় নির্ধারিত ছিলো। শনিবার এক বৈঠকে শর্তসাপেক্ষে ৩১ আগস্ট থেকে দেশগুলোর সংগে পুনরায় বিমান চালুর সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শর্তে বলা হয়, ইতালি প্রবেশের পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে পিসিআর টেস্ট। এছাড়া প্রবেশ করে ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

চলতি বছরের প্রথম দিকে ইতালির করোনা পরিস্থিতি খারাপ থাকায়, ওই সময় বাংলাদেশ সরকার দেশটির সংগে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে উপমহাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের সংগে বিমান যোগাযোগ বন্ধ করে ইতালি।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.