অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা

0

সিটি নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীর চাঁদগাও থানাধীন পাঠানিয়াগোদা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি বেকারী মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মালিকানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে ক্রেতা সাধারনের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করা ভাসমান দোকানপাট উচ্ছেদ করে চলাচলের পথ উম্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.