করোনায় চট্টগ্রামে মৃত্যুহীন দিন, নতুন শনাক্ত ৪১

0

সিটি নিউজ : করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় প্রতিদিনই মৃত্যু দেখেছে চট্টগ্রাম। অবশেষে প্রায় তিন মাস পর মৃত্যুহীন দিনের দেখা পেল চট্টগ্রাম।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) করোনায় মৃত্যু হয়েছিল দুই জনের, শনাক্ত হয়েছিলেন ১১২ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৪ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭০ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ১৭২ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ৩২৮ জন। বাকি ২৭ হাজার ৮৪৪ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৬ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।

চট্টগ্রামে গতবছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.