দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র বিক্ষোভ সমাবেশ

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি(এম) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ আজ ১৭ই অক্টোবর (রবিবার) দুপুরে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অবৈধ সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকাকে নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা মুনাফাখোর মজুদদারদের পাহারাদার হিসাবে সিন্ডিকেটকে রক্ষা করছে জনগণের প্রতি বিনা ভোটে নির্বাচিত সরকারের কোন দায় নেই।”

অবিলম্বে চাল, ডাল, তৈলসহ সকল নিত্যপণ্যের মূল্য কমানোর দাবী জানিয়ে কমরেড সামাদ বলেন, একে তো করোনায় মানুষ দিশেহারা তারপর দ্রব্যমূল্য মরার উপর খাড়ার ঘাঁ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কমরেড আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.