চন্দনাইশ নজরুল ইসলাম চৌধুরী এমপি আরব আমিরাতে সংবর্ধিত

প্রবাসীদের প্রতি বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আহবান

0

সিটি নিউজ,আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাত চন্দনাইশ সমিতি ইউএই এর উদ্যোগে চট্টগ্রাম ১৪ আসন (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার ২৫ নভেম্বর রাত ৯ টায় শারজাহ বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হলে সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন নজরুল ইসলাম তালুকদার সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জমির উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আজমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ এর ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি,দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিক,দুবাই বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আবুল কাসেম,সি আই পি সেলিম, চন্দনাইশ বরমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আলী আজগর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন ফারুক সদস্য চন্দনাইশ সমিতি, এতে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভাইস চেয়ারম্যান মোঃ ওসমান গনি,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন,বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান ও অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান জানিয়ে সংবর্ধিত আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি প্রবাসীদের উদ্দেশে বলেন,বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স। বৈধপথে রেমিট্যান্স পাঠালে আপনার পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে আপনার অবদান নিশ্চিত হয়। এছাড়া দেশে আপনার আয় বৈধ বলে বিবেচিত হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের আমদানি ব্যয় মেটানো ও দেশের অর্থনীতি গতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তাই দেশের এ প্রয়োজনীয় পরিস্থিতিতে বৈধপথে তথা ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর জন্য সকল প্রবাসীদের প্রতি তিনি আহবান জানান।
সংবর্ধিত অতিথি আরো বলেন, চন্দনাইশ সমিতি ইউএই সংগঠন দেশের আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের মাঝে আন্তরিক মেলবন্ধনে সবার কাছে অনেক প্রশংসিত।
মানবিক কাজে অবদান রাখায় সভায় চন্দনাইশ সমিতির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সংবর্ধিত করা হয়েছে। সর্বশেষ অনুষ্ঠানে আগত সবাইকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে আপ্যায়ন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.