গ্রিক দ্বীপের কাছে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিক দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীবাহী কাঠের একটি নৌকা ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৪২ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। বুধবার (২৮ অক্টোবর) গ্রিসের লেসবস দ্বীপের উত্তরে নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে দু’জন কিশোর রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রিক কোস্টগার্ডের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, নিখোঁজদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থলে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে এবং এখান থেকে মধ্য ও উত্তর ইউরোপে তৈরি হয় তাদের সবচেয়ে বড় স্রোত।

এদিকে, শরণার্থী ঠেকাতে স্লোভেনিয়ার সঙ্গে সীমান্তে প্রাচীর নির্মাণ করতে চাইছে অস্ট্রিয়া। দেশটির চ্যান্সেলর ওয়ার্নার ফেয়ম্যান বলেছেন, এ পদক্ষেপ সীমান্ত বন্ধ করবে না, তবে শরণার্থীদের স্রোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.