বেনাপোলে ২৭ বাংলাদেশি নারী-পুরুষ আটক

0

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারের অভিযোগে ২৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ১১ জন নারী, ১৪ জন পুরুষ ও দুটি শিশু।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি। তবে তারা যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।

২৩ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে পাচারকারীরা বেনাপোলের পুটখালী সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে সীমান্ত পথে পারাপার করছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ২৭ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.