সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সীতাকুন্ডে গোলটেবিল বৈঠক

0

কামরুল ইসলাম দুলু, সিটিনিউজবিডিঃ সীতাকুন্ডে PAVE (People Against Violence Election) এর উদ্যোগে সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা  বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১টায় গোলটেবিল বৈঠকে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সব দল, শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত উক্ত অনুষ্টানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সীতাকুন্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ নেতা ডাঃ এখলাছ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও সম্মেলিত সাংস্কৃতিক জোট নেত্রী সুরাইয়া বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, সীতাকুন্ড পৌরসভা প্যানেল মেয়র জুলফিকার আলী শামিম, পৌর আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজোদ্দউলা ছুট্রো, পেভ এর কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, মায়মুনা আক্তার রুবী।

উক্ত অনুষ্টানে পেভ সীতাকুন্ড কমিটির এ্যাম্বাসেডর নাছির উদ্দিন অনিক এর সভাপতিত্বে, পেভ সদস্য শায়েস্তা খান ও ইকবালে সঞ্চালনায় উম্মুক্ত বক্তব্য রাখেন, পাক্কা মসজিদের ইমাম মোঃ নূরুল মোস্তফা, পেভ সদস্য সাংবাদিক কাইয়ুুম চৌধুরী, , রওশন আরা বেগম, আজমল হুদা হিরো, কাউন্সিলর মাসুদা খায়ের, শামীমা আক্তার লাভলী, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েন সদস্য সচিব জাহাঙ্গীর আলাম বিএসসি, সাংবাদিক লিটন চৌধুরী, কবি ও সাংবাদিক জামশেদ উদ্দিন, অদ্ধাপক মছিউদ্দোলা, সাংবাদিক সবুজ শর্মা, কৃষ্ণ চন্দ্র দাস, ইব্রাহিম খলিল, জাহেদুল আনোয়ার চৌধুরী, সুজয় ভৌমিক, বিপুল দেব নাথ, মানবাধিকার নেতা ও এডভোকেট নাছির উদ্দিন, ইঞ্জিঃ ছাব্বির আহম্মদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আলহাজ্ব আবুল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, দল, জাতী, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলে সমাজে একসাথে বসবাসই হল সামাজিক সম্প্রীতি। সমাজে একসাথে বসবাস করার জন্য চাই সবাইর সহনশীলতা মনোভাব, জালাও পোড়াও রাজনীতি যেখানে কাম্য নয়, সেখানে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেপ্তার ও বিভিন্নভাবে হয়রানিও কাম্য নয়। সকল বক্তারাই অবাদ ও নিরপেক্ষ সকল নির্বাচনের দাবী জানিয়েছেন।

সিটিনিউজবিডি/৩১-১০/এসআর/২

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.