ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে

0

সিটিনিউজবিডি : জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া শরীরের হাত, পা ও মাথায় আরো কাটার দাগ রয়েছে।রোববার দীপনের লাশের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আবু শামা সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, হামলাকারীরা দীপনকে হত্যার পরিকল্পনা নিয়েই এসেছিল। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা বিচ্ছিন্ন করা হয়। তাকে ঘাড়ের পেছনের দিক থেকে আঘাত করা হয়েছে। আঘাতের কয়েক মিনিটের মধ্যেই দীপনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, দীপনের শরীরের বিভিন্ন স্থানে আরো কাটার দাগ ও ধস্তাধস্তির দাগ রয়েছে।

এদিকে ময়নাতদন্ত শেষে দীপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দীপনের লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির কার্যালয়ে প্রকাশক দীপনকে গলা কেটে হত্যা করা হয়। জাগৃতি থেকে অভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন বই দুটি প্রকাশিত হয়। যার কারণে তাকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.