১৮ বছর কম বয়সীদের স্মার্টকার্ড দেবে ইসি

0

সিটিনিউজবিডি : দেশে ১৮ বছরের কম বয়সীদেরও স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ১৮ বছরের কম বয়সীদেরও স্মার্টকার্ড দেবো।

রোববার (০১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) মিলনায়তনে ডিএসসিসির মেয়র ‍সাঈদ খোকনসহ কাউন্সিলদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, স্মার্টকার্ড ছাপানোর কাজ শুরু হবে অচিরেই। রানডাউন চলছে। কার্ড দেওয়ার সময় আমরা আরও কিছু তথ্য নিবো। এ ক্ষেত্রে দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তিনি বলেন, মৃত ভোটার কর্তন, জন্মসনদে বয়স গোপন করে যাতে কেউ ভোটার না হতে পারেন তার জন্য ডিএসসিসির কাছে সহায়তা চাওয়া হয়েছে। তারাও আশ্বাস দিয়েছে।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন, কাউন্সিলর ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.