এবার চট্রগ্রাম বিমান বন্দরে বিজিবি’র ডগ স্কোয়াড

0

চট্রগ্রাম অফিস: সন্ত্রাসী হামলার আশঙ্কায় ঢাকা বিমান বন্দরে র‌্যাবের ডগ স্কোয়াড মোতায়নের একদিন পর এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ডগ স্কোয়াড এ কাজ শুরু করে। এরআগে গত ২৬ অক্টোবর থেকে বিমান বন্দরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি এপিবিএনের প্রায় দুইশ বাড়তি ফোর্স মোতায়ন করা হয়েছিল। যাত্রী প্রবেশ ও বিদেশ থেকে আসা যাত্রীদের সবোর্চ্চ সর্তকতার সাথে তল্লাশি করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল এ আর এম নাসির উদ্দিন একরাম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মঙ্গলবার বেলা ১২টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় বিজিবির দুটি ডগ স্কোয়াড় মোতায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্কোয়াড় বিমান বন্দর দিয়ে আসা মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধারে কাজ করবে। এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে সব ধরণের তল্লাশিতে সহায়তা করবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডের পর থেকে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি ছিল। এরপর সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নগরীতে এ নিরাপত্তা ব্যবস্থাকে আরো কঠোর থেকে কঠোর করা হয়েছে। নগরীর প্রতিটি অলিতে-গলিতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো নগরীকে এখন সিটিভির আওতায় আনার কাজ শুরু হয়েছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সারপ্রাইজিং চেক পোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশ পুলিশি টহল বাড়ানো হয়েছে। এছাড়া বাস টার্মিনাল, রেল স্টেশন, গুরুত্বপূর্ণ সব সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পতেঙ্গায় অবস্থিত তেল স্থাপনাসহ কেপিআইগুলোতে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.