এমপি লিটনের জামিন ফের নামঞ্জুর

0

সিটিনিউজবিডি : শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। তবে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় লিটনকে জামিন দিয়েছে আদালত।

লিটনের জামিন আবেদন শুনানি শেষে আজ বুধবার দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর লিটনের ছোড়া গুলিতে আহত হয় ৯ বছরের শাহাদাত হোসেন সৌরভ। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরদিন সংসদ সদস্য লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সৌরভের বাবা সাজু মিয়া। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় লিটনসহ ১০জনকে আসামি করা হয়।

দুই মামলাতেই একই আদালত গত ১৫ ও ২৫ অক্টোবর লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.