চাকুরীচ্যুত সাংবাদিকদের পূর্ণবহালের দাবী সিইউজের

0

নিজস্ব প্রতিবেদকঃ বৈশাখী টেলিভিশন ও দৈনিক সমকাল থেকে চাকুরীচ্যুত সাংবাদিকদের অবিলম্বে চাকুরীতে পূর্নবহালের দাবী জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একই সাথে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হয়রানি বন্ধসহ চাকুরীচ্যুতির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা এবং চাকুরীচ্যুত সাংবাদিকদের সব ধরনের আইনি সহায়তা দেয়ার কথাও জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সমকালে কর্মরত সাংবাদিকদের অবৈধ প্রক্রিয়ায় চাকুরীচ্যুতির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)র সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সাবেক সভাপতি ওমর ফারুক, সিইউজের সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, এম.নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের যুগ্ম সম্পাদক ম.শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, বিএফইউজে সদস্য মোহাম্মদ ফারুক, সিইউজে সদস্য রূপম চক্রবর্তী, পুলক সরকার, বিশ্বজিত বণিক, এ কে আজাদ প্রমুখ।

সভায় ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী দৈনিক পূর্বদেশ পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা প্রদানের দাবী জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.