শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগের একটি গোয়েন্দা দল। স্বর্ণ উদ্ধারের পর ওই বিমানটি জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এই তথ্য জানান। তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

শহীদুজ্জামান সরকার জানান, আরএক্স ৭৮৩ ফ্লাইটটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর আজ সকাল ৮টা ১৬ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে করে। ওই বিমানে তল্লাশি চালিয়ে সিট কাভারের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে গোয়েন্দা সদস্যরা।

তিনি জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা গয়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.