সংসদে যোগ দিতে লিটনের জামিন

0

সিটিনিউজবিডি : গ্রেফতার হওয়ার ২৪ দিন পর অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটন।

শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধা আমলি আদালতে (সুন্দরগঞ্জ) রবিবার বেলা সোয়া ১১টার দিকে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ ১০০ টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। শুনানির সময় এমপি লিটনকে আদালতে হাজির হতে হয়নি।

এর আগে বুধবার একই আদালতে এমপি লিটনের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা ও বাড়ি ভাঙচুরের দুটি মামলায় জামিন আবেদন করা হয়। পরে বিচারক হাফিজার রহমানের বাড়ি ভাঙচুরের জিআর ২৭৫ নম্বর মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা জিআর ২৭১ নম্বর মামলায় জামিন নামঞ্জুর করেন।

পরদিন বৃহস্পতিবার ওই আদালতেই চতুর্থ দফায় জামিনের আবেদন করেন এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু। পরে বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ রবিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. আবদুল মজিদ জানান, শিশু হত্যাচেষ্টা মামলায় অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ ১০০ টাকার বন্ডে এমপি লিটনকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জামিনের প্রতিক্রিয়ায় বলেন, ‘রবিবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে এমপি লিটন যাতে অংশ নিতে পারেন সে জন্যই আদালতে জামিন আবেদন দাখিল করা হয়। এ বিবেচনায় শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। এখন কারাগার থেকে মুক্ত হতে আর কোনো বাধা নেই এমপি লিটনের। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছলেই মুক্তি পাবেন তিনি।’

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে ২৬ অক্টোবর দুপুরে বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে একই দিনে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।

১৫ অক্টোবর থেকে এমপি লিটন ডিভিশন অনুযায়ী জেলা কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পান। তার কক্ষে খাট, চেয়ার, টেবিল, টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকা দেওয়া হয়। এ ছাড়া সার্বক্ষণিক দেখাশুনার জন্য একজন কর্মচারীও ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.