টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক :: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আজ জিতলেই ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ফলে আজও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

টানা জয়ের সঙ্গে চলতি সিরিজের প্রথম ম্যাচে জয়ের ফল বেশ আত্মবিশ্বাসী রয়েছে বাংলাদেশী ক্রিকেটারা। অন্যদিকে জিম্বাবুয়ে শিবিরে ভিন্নচিত্র। ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। এখানেও প্রথম ম্যাচে হার। স্বাভাবিকভাবেই আজ জিতে সমতায় ফেরার লক্ষ্য থাকবে এলটন চিগুম্বুরার দলের।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশর হয়ে একাই ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ে ইনিংসে ধস নামিয়ে দিয়েছিলেন বিশ্বসরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কন্যাসন্তানের বাবা হওয়ায় সিরিজের মাঝপথেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। দেশসেরা এই তারকার অনুপস্থিতে কিছুটা স্বস্তিত্বে থাকতে পারে জিম্বাবুয়ে।

সাকিবের অনুপস্থিতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে দলে ডাক পেলেও সৌম্য সরকারের ইনজুরিতে স্কোয়াডে আসা ইমরুল কায়েস আজ একাদশে ডাক পেয়েছেন।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জম্বাবুয়ে একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক),চামু চিবাবা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও মেলকম ওয়ালার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.