৪৫ লিটার জমজমের পানি দিয়ে কাবা শরীফ পরিষ্কার (ভিডিও)

0

মোরশেদ রানা, সৌদি আরব: দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কা অঞ্চলের প্রিন্স খালেদ আল ফয়সাল আমিরের নেতৃত্বে রোববার (৮ নভেম্বর) পবিত্র কাবা শরিফ ধৌত করা হবে। কাবা শরিফ বছরে দু’বার ধৌত করা হয়। এটা দীর্ঘদিনের ঐতিহ্য।

দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচি পালন করা হয়। সৌদি আরবের বাদশাহ বা তার প্রতিনিধি, মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। কাবা ঘর পরিষ্কার করতে ব্যবহৃত হয় ৪৫ লিটার জমজমের পানি, খাঁটি গোলাপজল এবং উন্নতজাতের সুগন্ধি উদ ও কস্তুরি।

কাবা ঘর ধোয়ার জন্য ভেতরে প্রবেশের আগে তাওয়াফ ও দু’রাকাত নফল নামাজ আদায় করা হয়। কাবা শরিফ পরিষ্কার করতে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি মেঝেতে ঢালা হয়, তারপর খালি হাতে খেজুর পাতা দ্বারা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেঝে এবং দেয়াল সাদা কাপড় এবং উন্নতমানের টিস্যু দিয়ে শুকানো হয়। কাবা শরিফ ধোয়ার সময় দুই ঘণ্টা দরজা খোলা থাকে। কারণ সম্পূর্ণ কাবা ধৌত করতে দুই ঘণ্টার মতো সময় লাগে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.