ওড়না ঝুলিয়ে নিচে নামতে গিয়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

0

চট্রগ্রাম অফিস : চট্রগ্রাম নগরীর মেহেদীবাগে একটি আবাসিক ভবনের সপ্তম তলা থেকে রেলিংয়ের সঙ্গে ওড়না বেঁধে নিচে নামেতে গিয়ে বালি আক্তার পলি (১৪) নামে এক গৃহকর্মী মৃত্যু হয়। পরে মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই এলাকার ‘ইকুইটি সামান্থা’ ভবনের প্রহরীরা বৃহস্পতিবার ভোরে আহত অবস্থায় বালি আক্তার ওরফে পলি নামের ওই শিশুটিকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত বালি ওই ভবনের সাত তলার বাসিন্দা মো. ইমতিয়াজের বাসায় ২০ দিন আগে কাজ নিয়েছিল বলে চকবাজার থানার এসআই মো. সালেহ জানিয়েছেন।

বালির বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

এসআই মো. সালেহ জানান, “ভবনের দ্বিতীয় তলার একটি খালি জায়গা থেকে প্রহরীরা বালিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

“বাসার ভ্যান্টিলেটরে ওড়না ঝুলিয়ে মেয়েটি নিচে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে গেছে বলে মনে হচ্ছে।”ঘটনার বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে বলে জানান এসআই সালেহ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.